1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকদের  বিদেশে পাঠানো হবে - প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকদের  বিদেশে পাঠানো হবে – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১১২ বার পঠিত

শামীম রায়হান॥

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক বিদেশ পাঠানোর পদক্ষেপ নিয়েছে। তাই বিদেশ যেতে আগ্রহীদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার সরকারি সনদপত্র দেওয়া হবে। বিদেশে দক্ষ জনবল ছাড়া অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ নেই। কারন একজন অদক্ষ শ্রমিকের চেয়ে কয়েকগুন বেশি বেতন  দক্ষ শ্রমিকের।

আজ শনিবার (১৫জুলাই) বিকাল ৫ টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহম্মেদ মনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে এতে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি৷

৪০ টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব সাইফুল হক চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে।  ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কন্সট্রাশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রুপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেয়া হবে। মূলত মানব সম্পন্ন উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ উন্নয়ন)  সালমা সুলতানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মংনে থোয়াই মারমা, দাউদকান্দি  উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।

এর আগে মন্ত্রী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে একটি গাছে ছাড়া রোপন করেন৷

উল্লেখ্য,কুমিল্লার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি(জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।কেন্দ্রটি নির্মাণে প্রকল্প ব্যয় ৩৬ কোটি ৬৬ লাখ টাকা, এর মধ্যে অবকাঠামো নির্মাণ ব্যয় ২১ কোটি ৬৯ লাখ টাকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD