শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলার ড.খন্দকার মারুফ হোসেন ভিলায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অডিও কনফারন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন৷
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার,কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,কামাল হোসেন,বাবুল মিয়া,শরীফ চৌধুরী,মহিউদ্দিন সরকারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা৷