1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দেবীদ্বারে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

 

শফিউল আলম রাজীব

কুমিল্লার দেবীদ্বারে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই ছাত্রকে আটক করে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ মে) আটককৃত ওই ছাত্রকে কুমিল্লা ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। ঘটনাটি ঘটে গত ১৯ মে দেবীদ্বার পৌর এলাকায় ভূষণা গ্রামে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ির পুকুরপাড়ের নির্জন জায়গায় মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে মো. মহিউদ্দিন নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। ধর্ষণের পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানালে স্থানীয়দের সহযোগীতায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গত ২১ মে সংবাদ পেয়ে ভিক্টিমসহ তার পরিবারের লোকদের থানায় ডেকে নিলে ভিক্টিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহিউদ্দিনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন, মামলা নং- ২৬ । মামলার পর গত ২২ মে (রোববার) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন কর হয় এবং কুমিল্লার ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. ওমর ফারুক ২২ ধারায় ভিক্টিমের জবানবন্ধি রেকর্ড করেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে (সোমবার) রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত মো. মহিউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন এবং গতকাল মঙ্গলবার (২৩ মে)আটককৃত ওই ছাত্রকে কুমিল্লা ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক অভিযুক্তকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

অভিযুক্ত মো. মহিউদ্দিন(২১) ভূষণা গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র। সে ঢাকা সাউথ ইষ্ট ইউনিভার্সিটির ছাত্র এবং ভিক্টিম স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. খাদেমুল বাহার বিন আবেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মহিউদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার পূর্বক আজ (২৩ মে) কোর্ট হাজতে চালান করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD