1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেঘনায় ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে একাংশের সংবাদ সম্মেলন - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

মেঘনায় ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে একাংশের সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ সোমবার, ১ মে, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

শামীম রায়হান॥

সদ্য ঘোষিত কুমিল্লার মেঘনা উপজেলার ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে গঠনতন্ত্র বহির্ভূত মোটা অংকের টাকার বিনিময়ে বয়স্ক ছাত্রত্বহীন ও বিবাহিতদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেছে উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ নেতারা।

উপজেলা ছাত্রলীগের প্রধান কার্যালয় কান্দারগাঁয়ে সোমবার(১মে ) দুপুরে এ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন উপজেলা পদবঞ্চিত সভাপতি প্রার্থী এ এইচ সাঈদ।

উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত সভাপতি প্রার্থী এ এইচ সাঈদ এক লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে নবগঠিত এই কমিটি বিলুপ্ত ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি লিখিত বক্তব্য আরও বলেন— কেন্দ্রীয় ছাত্র লীগের সাংগঠনিক গঠনতন্ত্র বহির্ভূত এই কমিটি অতি দ্রুত বিলুপ্ত না হলে এর বিরুদ্ধে আমরা লাগাতার কর্মসূচি দিব।

তাই কেন্দ্রীয় ছাত্রলীগের বরাবরে আমাদের প্রাণের দাবি ছাত্রত্বহীন এই কমিটি আমরা মেনে নিব না। যাকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে মহিউদ্দিন শাহরিয়ার। তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমরা চাই প্রকৃত ছাত্রত্ব যাদের আছে তাদের দিয়ে এই কমিটি গঠিত হোক।

মোটা অংকের টাকার বিনিময়ে মেঘনা উপজেলার ছাত্রলীগের কমিটি হয়েছে কী না এবিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মোহসীন সোহাগ বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপ্রচার চালাচ্ছে। এই কমিটি টাকার বিনিময়ে গঠিত হয়নি, জেলা কমিটির নেতারা যোগ্যতার ভিত্তিতে আমাদের মেঘনা ছাত্রলীগের নতুন কমিটি দিয়েছেন।

যারা অপ্রচারে লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহরিয়ার বলেন, কতিপয় ছাত্রলীগের পদবঞ্চিত হয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা সম্পুর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।প্রকৃতপক্ষে আমার পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

এ বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন,মেঘনা উপজেলায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। মেঘনায় প্রায় বছর খানেক আগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

আমরা জেলা কমিটি ছাত্রলীগের গঠনতন্ত্র ও নিয়ম মেনে মেঘনা উপজেলার ছাত্রলীগের কমিটি দিয়েছি। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে ধরে সংবাদ সম্মেলন করেছে তা ভিত্তিহীন ও মনগড়া।

স্বঘোষিত ছাত্রলীগের এই কমিটির সংবাদ সম্মেলনের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদবঞ্চিত ছাত্রলীগ নেতা শফিক দেওয়ান,রকিবুল ইসলাম শরীফ, ইকবাল হোসেন, আওলাদ হোসেন, সজিবুল ইসলাম,আরমান হোসেন রুবেল, জুনায়েদ আহম্মেদ জয় প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD