1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগণের সেবক হবো তাদের কাছে আমরা জবাবদিহি করব — কাজী দ্বীন মোহাম্মদ বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দিকে জেলায় রূপান্তরিত করা হবে- ড.মারুফ হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন  নানান আয়োজনে নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না : জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম

ব্রাহ্মণপাড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম  ও অভিভাবকদের সাথে আপত্তিকর অঙ্গভঙ্গি এবং অশালীন কথা বলার অভিযোগ করেছে এক ভুক্তভোগী নারী। উপজেলার মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান (জুনায়েদ) এর বিরোদ্ধে এ অভিযোগ করেন অভিভাবকদের পক্ষে রেবেকা সুলতানা নামে এক নারী। গত ১২ অক্টোবর কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেন তিনি।

অভিযোগ সুত্রে ও অভিযোগকারী রেবেকা সুলতানা জানান, আমার দুই মেয়ে চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করার সূত্রে ওই স্কুলে আমার নিয়মিত যেতে হয়। সে সূত্র ধরে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান (জুনায়েদ) স্যার আমার সাথে বিভিন্ন প্রকার আপত্তিকর অঙ্গভঙ্গি এবং অশালীন কথা বলে। বিষয়টি আমি প্রধান শিক্ষককে জানালে ঐ শিক্ষক আমার বড় মেয়েকে (এ স্কুলে ৫ম শ্রণির ছাত্রী) বিভিন্ন ভাবে মানসিক আত্যাচার করে। তিনি এ স্কুলে শিক্ষকতার পাশাপাশী অলুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এবং রেঁনেসা কিন্ডার গার্টেনে পার্টটাইম শিক্ষকতা করার কারণে তিনি বিদ্যালয়ে সকাল ১১ টায় এসে দুপুর ১:৩০ চলে যায়।

স্কুলের প্রধান শিক্ষক তার এই অনিয়মের বিরুদ্ধে কিছু বললে তিনি শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্তিপক্ষের ভয় দেখায়। এব্যপারে কোন শিক্ষক কিছু বললে তাদের সাথে গালাগালি করে এবং খারাপ ব্যবহারসহ মারতে উদ্যত হয়। এ কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রকাশনী থেকে টাকা খেয়ে সকল শিক্ষার্থীকে মেরিট গাউড কিনতে বাধ্য করে ঐ শিক্ষক।

তিনি স্কুলের অনুদানের টাকার সাথে তার নিজের মতো করে খরচ করে ভাউচার সংযুক্ত করে প্রধান শিক্ষককে টাকা উত্তোলনে বাধ্য করেন।

এছাড়া তিনি ক্লাশে পড়ানোর সময় বাচ্চাদের সাথে

অশালীন ভাষায় গালাগালি করে এবং বই, চক দিয়ে শিক্ষার্থীদেরকে ঢিল মারে। ক্লাশে বাচ্চাদেরকে অশালীন ভাষায় গালাগালি করে এবং ছেলে মেয়েদেরকে ব্যঙ্গকরে অঙ্গভঙ্গি করে।

তিনি চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার পূর্বে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন। সেখানে নারী কেলেঙ্কারির কারণে এলাকাবাসীর চাপের কারণে বদলি হয়ে চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন।

এ বিষয়ে চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান (জুনায়েদ) বলেন, এসব অভিযোগ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক। আমি এ ধরণের কোন কাজের সাথে সম্পৃক্ত নই।

এ ব্যাপরে ব্রাহ্মণপাড়া শিক্ষা কর্মকর্তা হালিমা পারভিন বলেন, চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান (জুনায়েদ) এর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। ঐ শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উক্ত শিক্ষক অন্য দুটি বিদ্যালয় শিক্ষকতার বিষয়টিও খতিয়ে দেখছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD