1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না : জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগণের সেবক হবো তাদের কাছে আমরা জবাবদিহি করব — কাজী দ্বীন মোহাম্মদ বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দিকে জেলায় রূপান্তরিত করা হবে- ড.মারুফ হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন  নানান আয়োজনে নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না : জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম

এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না : জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসেই গণভোটের আয়োজন সহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাপ্ত হয়।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আবদুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। রাজপথের এ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সাথে দেশের ৮টি দল শরীক হয়েছে। এর মধ্যে ৬টি ইসলামী দল, ২টি সমমনা গণতান্ত্রিক দল সহমত পোষণ করে ঐক্যবদ্ধভাবে জামায়াতের সাথে আন্দোলন-সংগ্রাম করছে। আগামী দিনে ফ্যাসিবাদ বিরোধী এ সংগ্রামের সাথে অন্তত ২৫টি দল ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে মাঠে থাকবে ইনশাল্লাহ। আমরা আজকের সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন। এর আলোকে আগামী নভেম্বর মাসেই গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবি মেনে নিন। এ দাবি শুধু আমাদের একার নয়। এ দাবি এদেশের ছাত্রজনতা সহ সকল মানুষের। আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসেই এদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। নানান ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মানুষের উপর নব্য স্বৈরাচার গেড়ে বসতে চায়। এ বাংলাদেশে এটি আর হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রাম অতীতে মন্ত্রী পেয়েছিল। এবার শুধু মন্ত্রী নয় বরং সিনিয়র মন্ত্রী ও জাতীয় নেতা পাবে ইনশাআল্লাহ। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সারাদেশের মানুষের আশা পূর্ণ হবে, চৌদ্দগ্রামের মানুষের আশাও পূর্ণ হবে ইনশাআল্লাহ। ২০০১ এ দাঁড়িপাল্লার জোয়ার উঠেছিল এ চৌদ্দগ্রামে। দাঁড়িপাল্লা মানে ন্যায় ও ইনসাফের প্রতীক। দাঁড়িপাল্লা মানে আবু সায়েদ-মুগ্ধের সংগ্রামের প্রতীক। দাঁড়িপাল্লা মানে হচ্ছে মজলুম জননেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতীক। দাঁড়িপাল্লা মানে দীর্ঘ চৌদ্দ বছর মজলুম হিসেবে ফ্যাসিস্ট সরকারের কারাগারে বন্ধী থাকা জননেতা এটিএম আজহারের প্রতীক। আগামী নির্বাচনে আল্লাহর রহমতে এবং এদেশের জনগণের ভালোবাসায় দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে এদেশের মা-বোনেরা সহ সকলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবার কিন্তু শুধুমাত্র আলেম-ওলামারাই দাঁড়িপাল্লায় ভোট দেবে না। এবার এদেশের শ্রমিক-যুবক, আবাল-বৃদ্ধ, বনিতা ও পেশাজীবিরা সহ আপামর জনতা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে ইনশাআল্লাহ। দেশের প্রায় সবজায়গায় দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি সুন্দর ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। এদেশের আলেম সমাজের সম্মান সমুন্নত থাকবে। কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করা হবে। মা-বোনদের মর্যাদা-সম্মান রক্ষার্থে আমরা কাজ করবো। তাই, আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর, চৌদ্দগ্রামের আপামর মানুষের হৃদয়ের স্পন্দন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের গণজোয়ার সৃষ্টিতে প্রত্যেকটি ঘরে ঘরে দাওয়াতি কাজ করি। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াত নেতা ডা. মঞ্জুর আহমেদ সাকি, মো. সাহাব উদ্দিন রানা প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD