1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী - Dainik Cumilla
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী কন্ঠশিল্পী জাহাঙ্গীরের সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও পরিবারের মঝে নগদ অর্থ হস্তান্তর লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে বিজিবি কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানা ভোক্ত ৬ আসামি গ্রেপ্তার  ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং’ঘর্ষ কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান -জেলা প্রশাসক আমিরুল কায়সার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায়, গ্রেফতার ২৪ কুমিল্লায় ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি: লাগাতার অগ্নিকাণ্ড—হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না তা আন্তর্জাতিকভাবে দেখানোর দেশীয় ও বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, ‘এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। এরপরও সরকারকে এসব বিষয়ে নজর দিতে হবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাগুলো পরপর ঘটে যাওয়ায় জনমনে একটি প্রশ্নের দেখা দিয়েছে। বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে। মানুষের মনে এই শঙ্কাটি দেখা দিয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু যখন সিরিজ অফ ইন্সিডেন্ট হতে থাকবে তখন বুঝতে হবে সেখানে কালো হাত কাজ করছে। বাংলাদেশকে অস্তিত্বশীল করা এবং হাসিনাবিহীন যে বাংলাদেশ চলতে পারে না তা আন্তর্জাতিক মহলে দেখানোর জন্য দেশি ও বিদেশি শক্তি সক্রিয় রয়েছে।’
নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন, সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সক্ষম।’

বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, ‘প্রশাসনের ভিতর দোসরদের যে লোকরা আছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’

সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গানটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সোমবার তারেক রহমানের নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত এক শহীদের কবর জিয়ারত করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD