1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন - Dainik Cumilla
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামি গ্রেপ্তার কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা  যুবদলকে গতিশীল করার লক্ষে নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম অনেক চড়া চৌদ্দগ্রামে প্রধান শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চৌদ্দগ্রামে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিন আটক

ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায় ও জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ‘আদর্শ শিক্ষক ফেডারেশন’ চৌদ্দগ্রাম শাখার আয়োজনে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি কাজী মো. আবদুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌদ্দগ্রাম শাখার সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, কাছারিপাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিনুল ইসলাম মজুমদার, সিংরাইশ রহমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. ন. ম মোখলেছুর রহমান নোমান, আতাকরা মহিলা মাদরাসার সুপার মাওলানা আবদুল মমিন, বসন্তপুর সিনিয়র মাদরাসার সিনিয়র শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার, করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বিজয়করা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারিক ভূঁইয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের সাথে কোন বৈষম্যই মেনে নেওয়া হবে না। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে শিক্ষকদের উপর পুলিশ দিয়ে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। আমরা আজকের এ মানববন্ধন থেকে ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আমাদের যৌক্তিক দাবি জানিয়েছি। অথচ সরকার বিষয়গুলো নিয়ে নানান টালবাহানা শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD