1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা - Dainik Cumilla
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুদ্ধ জনতা ধান্যদৌল আলোর পথ যুব সংঘের উদ্যোগে ১৮ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

বুড়িচংয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং,:

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এরই অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকী আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, হেলথ অ্যাসিস্ট্যান্ট আমেনা বেগম ও আবদুল্লাহ আল মামুন, সিএইচসিপি মো. ইকবাল হোসেন, এবং এফডব্লিওএ বকুল আক্তার।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া জানান, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ১৮ কর্মদিবস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান অব্যাহত থাকবে। যেসব শিক্ষার্থী বাদ পড়বে, তারা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে যোগাযোগ করে টিকা নিতে পারবেন। তিনি টিকা কার্যক্রম শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, “বুড়িচং উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD