মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদা জাহান। গতকাল ৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের এসব উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপজেলার দুলালপুর ইউনিয়নের সদ্যসমাপ্ত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজের খুঁটিনাটি খতিয়ে দেখেন। এছাড়া চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি দুলালপুর ইউনিয়ন পরিষদ ও দুলালপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া ও উন্নয়ন প্রকল্পের সাথে সংশ্লিষ্টজনরা।