1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট লাকসামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী ভোটের মাঠে আসছে “সুন্নি ও সূফী পন্থী” নতুন ইসলামী নির্বাচনী জোট! ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হলেন রিয়াজ উদ্দিন বুড়িচংয়ের ভরাসার বাজারে জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতার হামলায় বিএনপি নেতা আহত ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হলেন খোরশেদ আলম তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন

লাকসামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে শিক্ষার্থীদের উপর আক্রমণ ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) লাকসাম-নাঙ্গলকোট রোডের শুকতলা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারী আজগরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাবুদ্দিন, স্থানীয় যুবদলের সদস্য সাকন ও শ্রমিক দলের শরিফসহ অন্যান্যদের দল থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিক্ষার্থীরা জানায়, গত ১৫ আগস্ট বিকেলে আজগরা কলেজ মাঠে ফুটবল খেলতে গেলে সাহাবুদ্দিন ও সাকনের নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে মেহেদী, সাইফ, মুজাহিদ, রাকিব, পিয়াস, শাহাদাতসহ অন্ততঃ ১১ জন শিক্ষার্থী আহত হয়। এছাড়াও তাদের রক্ষায় এগিয়ে এলে দুর্বৃত্তরা মোঃ সেলিম (৪৭) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে বড়বাম নিয়ে আটকে রাখে। তার দোকান তছনছ করে মোবাইল ফোন ও নগদ দুই লাখ টাকা লুট করে। রাতে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনা হয়।

মানববন্ধনের একপর্যায়ে আজগরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়। এ সময় শিক্ষার্থীরা ঘটনাটির সঠিক বিচার না হলে রেলপথ সড়ক পথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD