1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী - Dainik Cumilla
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট লাকসামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী ভোটের মাঠে আসছে “সুন্নি ও সূফী পন্থী” নতুন ইসলামী নির্বাচনী জোট! ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হলেন রিয়াজ উদ্দিন বুড়িচংয়ের ভরাসার বাজারে জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতার হামলায় বিএনপি নেতা আহত ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হলেন খোরশেদ আলম তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে অগ্নিকাণ্ডে দরিদ্র রোস্তম আলী ভূইয়ার একমাত্র আশ্রয়স্থল বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ ছিলেন না। হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে রোস্তম আলীর সর্বস্ব ভস্মীভূত হয়। আসবাবপত্র, পোশাক, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে নগদ অর্থ কোনো কিছুই রক্ষা পায়নি। ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে।
চোখ ভেজা কণ্ঠে রোস্তম আলী বলেন, আমি বাজারে ছিলাম। লোকমুখে শুনে ছুটে আসি। এসে দেখি আমার চোখের সামনে আগুনে সব শেষ হয়ে গেছে। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকুও আর রইল না। এখন পরিবার নিয়ে আমি কোথায় থাকব?।

এমন অসহায় পরিস্থিতি দেখে এলাকার অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয়রা জানান, দরিদ্র রোস্তম আলীর সব কিছু শেষ হয়ে যাওয়ায় তিনি এখন মানবেতর জীবনযাপনের মুখে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করব। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহানুভূতি সহকারে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD