1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা, দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা, দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোঃ ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার মেহেদী হাসান ও শহীদুল ইসলাম। ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন মোঃ জসিম উদ্দিন, মোঃ জামাল হোসেন মানিক, মোঃ একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, মোঃ আলাউদ্দিন ও মোঃ শাহাবুদ্দিন।

এছাড়া, প্রতিজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। সকল দণ্ডপ্রাপ্তই বর্তমানে পলাতক।
মামলার বিবরণ থেকে জানা যায়, বিগত ২০০৯ সালের ১৬ মে রাতে ভিকটিম টিপু ঘরের বাইরে বের হলে ওতপেতে থাকা ডাকাতদল তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর টিপুর পিতা মোহাম্মদ আলী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে।
মামলায় ৪ জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১১ সালে অভিযোগপত্র জমা পড়ে এবং ২০১৩ সালে অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হয়।

মামলার মোট ১৭ আসামির মধ্যে ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক বিচার চলাকালেই মারা যান। অপর ৬ আসামি প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইফতেখার হোসেন, মোঃ ইকরাম হোসেন ও জালাল উদ্দীন আহমেদ টিপু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD