1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যাত্রীর ৯৯৯- এ ফোন পেয়ে চুরি হওয়া যাত্রীবাহী বাসসহ চোর আটক! - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

যাত্রীর ৯৯৯- এ ফোন পেয়ে চুরি হওয়া যাত্রীবাহী বাসসহ চোর আটক!

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক যাত্রীর ফোন পেয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাসসহ এক চোরকে আটক করেছে।

গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে বাসটি আটক করা হয়।

হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শহিদুল ইসলাম (৩০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রশিদুল ইসলামের ছেলে।

খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ ফোন করেন শরীফ হোসেন নামে এক যাত্রী। তিনি জানান মহাসড়কে বাসের চালক বেসামাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। এতে যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার হুমকিতে রয়েছে। এরপর কুমিরা থানার এসআই ফারুক আজম হাইওয়ে পুলিশ সীতাকুণ্ডের ইদুলপুর এলাকা থেকে বাসটি আটক করেন। এ সময় বাসের চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বললে তিনি ব্যর্থ হন। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান বাসটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে কুমিরা হাইওয়ে থানা চট্টগ্রামের বাস মালিক সমিতির সহযোগিতায় বাসের প্রকৃত মালিককে খুঁজে বের করা হয়।

এ সময় বাসের মালিক ভানু দে পুলিশকে জানান, গাড়িটি গত ৬ জুলাই তার চট্টগ্রামের বোয়ালখালী বাড়ির সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় একটি মামলাও করেছেন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় যে মামলা দায়ের হয়েছে, ওই মামলায় আটক শহিদুলকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত বাসটিও পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD