নিজস্ব প্রতিবেদক:
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক যাত্রীর ফোন পেয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাসসহ এক চোরকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে বাসটি আটক করা হয়।
হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শহিদুল ইসলাম (৩০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রশিদুল ইসলামের ছেলে।
খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ ফোন করেন শরীফ হোসেন নামে এক যাত্রী। তিনি জানান মহাসড়কে বাসের চালক বেসামাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। এতে যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার হুমকিতে রয়েছে। এরপর কুমিরা থানার এসআই ফারুক আজম হাইওয়ে পুলিশ সীতাকুণ্ডের ইদুলপুর এলাকা থেকে বাসটি আটক করেন। এ সময় বাসের চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বললে তিনি ব্যর্থ হন। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান বাসটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে কুমিরা হাইওয়ে থানা চট্টগ্রামের বাস মালিক সমিতির সহযোগিতায় বাসের প্রকৃত মালিককে খুঁজে বের করা হয়।
এ সময় বাসের মালিক ভানু দে পুলিশকে জানান, গাড়িটি গত ৬ জুলাই তার চট্টগ্রামের বোয়ালখালী বাড়ির সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় একটি মামলাও করেছেন তিনি।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় যে মামলা দায়ের হয়েছে, ওই মামলায় আটক শহিদুলকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত বাসটিও পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে তিনি জানান।