1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী র‍্যাবের হাতে গ্রেফতার - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী র‍্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে শারীরিকভাবে নির্যাতন, শ্লীলতাহানি ও সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী মোঃ শাহ পরানকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শুরু থেকেই দেশের বিভিন্ন অপরাধ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা বিভিন্ন সময় চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, অস্ত্রধারী, ডাকাত, ছিনতাইকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এবারও আলোচিত এই ঘটনাটির মূল হোতা শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

গত ২৬ জুন দিবাগত রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে এক নারীর বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় একটি সংঘবদ্ধ দল। রাত ১১টা ৩০ মিনিটে ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে একই গ্রামের শহিদের ছেলে ফজর আলী। পরে রাত ১১টা ৫০ মিনিটে পূর্ব থেকে বাড়ির আশপাশে অপেক্ষায় থাকা অনিক, আরিফ, সুমন, রমজানসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন যুবক দরজা ভেঙে ভেতরে ঢুকে ভুক্তভোগী নারীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে। তারা এ ঘটনার ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার নম্বর ২০, তারিখ ২৯ জুন ২০২৫।

র‍্যাব-১১, সিপিসি-২ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাতে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে এ ঘটনায় মূল পরিকল্পনাকারী মোঃ শাহ পরান (২৮) কে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান স্বীকার করেছেন, পূর্ব শত্রুতার জেরে নিজের বড় ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে তিনি এই হামলার পরিকল্পনা করেন। ঘটনার দুই মাস আগে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়, পরে এক গ্রাম্য সালিশে ফজর আলী তাকে জনসমক্ষে চড় মারে। এরপর থেকেই শাহ পরান প্রতিশোধের সুযোগ খুঁজছিলেন।
তিনি আরও জানান, ঘটনার দিন রাতে ভুক্তভোগীর মা ফজর আলীর কাছ থেকে ধার নেওয়া ৫০ হাজার টাকার অজুহাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ফজর আলী সেখানে যান। পরে শাহ পরান ও তার সহযোগীরা পরিকল্পনা অনুযায়ী বাড়িতে হানা দেয় এবং নির্যাতনের ঘটনা ঘটায়।

ঘটনার পর শাহ পরানসহ অপর আসামিরা আত্মগোপনে চলে যায়। তবে র‌্যাবের তৎপরতায় মূল হোতা শাহ পরানকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত শাহ পরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লার মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD