1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে ভ্যানচালকে চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার - Dainik Cumilla
সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু কুমিল্লার লাকসামে একযোগে ৯ খালে পরিষ্কার অভিযান কুমিল্লায় আ’লীগ নেতা সাহেব আলী গ্রেপ্তার দেবীদ্বারে ভ্যানচালকে চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের রায়হান এজেন্সিতে ক্যাশ কাউন্টার উদ্বোধন নাঙ্গলকোট উপজেলা বিএনপির বর্ধিত সভা সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীকে সম্মাননা প্রদান কুমিল্লার দাউদকান্দির শাকিল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

দেবীদ্বারে ভ্যানচালকে চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৫ বার পঠিত

 

দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারের ত্রিবিদ্যা গ্রামে মো. ছফিউল্লাহ (৪৩) হত্যায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ০৬ মে দুপুরে এ ঘটনার পর ১৭ মে রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব। রবিবার (১৮ মে) সকালে র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামির নাম মো. রাছেল হোসেন (৩৫)। তিনি দেবিদ্বারের আন্দিরপাড় এলাকার মো. কিরনের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত ছফিউল্লাহর সাথে গ্রেফতার মো. রাছেল হোসেনের (৩৫) এর সু-সম্পর্ক ছিল। রাছেল ছফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে রাছেল পাওনা টাকা ফেরত না দিয়ে ছফিউল্লাহকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। এতে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাছেল টাকা ফেরত দেবে বলে জানায়। একপর্যায়ে গত ৫ মে বিকালে পাওনা টাকা ফেরত দেবে বলে পরের দিন ছফিউল্লাহকে রাছেলের গ্যারেজে যেতে বলে। দুপুর সাড়ে ১২টায় গ্যারেজে গেলে রাছেল গ্যারেজে থাকা শাবল দিয়ে ছফিউল্লাহর মাথা ও বুকে গুরুতর আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রাছেল ড্রিল মেশিন দিয়ে ছফিউল্লাহর চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রাছেলের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রয়াব জানায়, মো. রাছেল হোসেনের (৩৫) অবস্থান পটুয়াখালী জেলার বাউফল উপজেলা এলাকায় শনাক্ত করা হয়। ১৭ মে রাতে র‌্যাবের অভিযানে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন নগরের হাট এলাকায় অভিযান করে রাছেল হোসেনকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD