1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে দুর্ঘটনা প্রতিরোধে রোডসাইন স্থাপন করলেন এলজিইডি প্রকৌশলী - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা মওদুদ আবদুল্লাহর প্রাণনাশের হুমকি দাতাদের খুঁজছে পুলিশ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া ব্রাহ্মণপাড়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০ বুড়িচংয়ে গোমতী নদীর বেরিবাঁধে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ অভিযান শুরু নাঙ্গলকোটে সহায়তায় নির্মিত হতদরিদ্র বিধবার বাড়ি-ঘর দখল চেষ্টার অভিযোগ চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

লাকসামে দুর্ঘটনা প্রতিরোধে রোডসাইন স্থাপন করলেন এলজিইডি প্রকৌশলী

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লার লাকসামে দুর্ঘটনা প্রবণ দুটি স্থানে ৪টি রোডসাইন স্থাপন করলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী।

বৃহস্পতিবার (৮ মে) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসের নোয়াখালী রেলগেইট ও চাঁদপুর রেলগেইটে দুর্ঘটনা প্রতিরোধে রোডসাইনগুলো স্থাপন করেন, লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান।

স্থানীয়রা জানান, আঞ্চলিক মহাসড়কের এ দুটি স্থানে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে এ পথে চলাচলকারী ছোট-বড় গাড়ি। দূর থেকে চালকরা লেভেল ক্রসিংগুলো ঠিকভাবে বুঝতে না পারায় যাত্রীবাহী বাস, মিনিবাস, প্রাইভেট কার, ট্রাক, কভার্ড ভ্যানসহ নানা ধরনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।
বিভিন্ন দপ্তরের অনিহার কারণে এখানে দীর্ঘদিন রোড সাইন স্থাপন হয়নি। বিষয়টি নজরে এলে লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান স্থানগুলোতে রোড সাইন স্থাপনের উদ্যোগ নেন।
প্রকৌশলী সাদিকুল জাহান রিদান জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ন। এ দুটি স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা সংবাদপত্রে দেখেছি গত রমজান মাসে এখানে দুর্ঘটনা ঘটেছে। তাই আগামী কোরবানির ঈদকে সামনে রেখে আপতত এখানে কোন দুর্ঘটনা যাতে না হয় তাই রোড সাইন স্থাপন করলাম। আজ ২টি রেলক্রসিংয়ে মোট ৪টি রোড সাইন স্থাপন করা হয়েছে।
ভবিষ্যতে যাতে এখানে কোন বড় ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে সে বিষয়টি আমরা দেখব।

রোড সাইনগুলো স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন, উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, নুরুল ইসলাম ও সার্ভেয়ার জলিলুর রহমান প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD