1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর সাহসী ও কৌশলী অভিযানে ফাঁস হলো গোপন মাদক সাম্রাজ্য!

বৃহস্পতিবার  (৮ মে) দিবাগত রাত ১টায় আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ দ্রব্য। এসময় হাতেনাতে আটক করা হয় চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, তবে একজন প্রধান সন্দেহভাজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক ও সামগ্রী: ফেনসিডিল: ৪২৪ বোতল, গাঁজা: ১২৫ কেজি ৭০০ গ্রাম, ইয়াবা: ৪২ পিস, চোলাই মদ: ৭ লিটার, মদের কাঁচামাল: ১২ লিটার, কিংফিশার ও হি-ম্যান বিয়ার: ১২ বোতল, অফিসার্স চয়েস বিদেশি মদ: ১ বোতল, সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড): ৮০০ গ্রাম (বোতলসহ), নগদ অর্থ: ১৭,০০০ টাকা, মোবাইল ফোন: ৮টি (অ্যান্ড্রয়েড ও বাটন), ফয়েল পেপার: ৪টি। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব (৩০), চাং চাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্রে জানায়, অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে, এবং সাধারণ মানুষ মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD