1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বাংলা নববর্ষ উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়হান-সাইদুরের নেতৃত্বে ৫৩ সদস্যের কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার, ১জনের ৬ মাসের কারাদণ্ড কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় :গোলাম পরওয়ার কুমিল্লা নগরীর দিনেদুপুরে নারীকে চেতনানাশক দিয়ে কানের দুল ছিনতাই ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের মানবিক উদ্যোগ: ফ্রি বাস সার্ভিস

বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পঠিত

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ বছর পর দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় গ্রামীণ খেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী মেলা। শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও নাটিকা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে দেয় বাঙালিয়ানার আমেজ। বিভাগের পক্ষ থেকে পিঠাপুলির স্টলে পরিবেশিত হয় পাটিসাপটা, চিতই, মালপোয়া সহ নানা ঐতিহ্যবাহী খাবার।

উপাচার্য বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলনমেলা।”
তিনি আরও বলেন, “নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পেরে আমরা গর্বিত।”

বিশ্ববিদ্যালয়ের গ্রাফিতি সংগঠন ‘বৃত্ত কুবি’—এর উদ্যোগে ক্যাম্পাসজুড়ে আলপনায় ফুটে ওঠে বৈশাখের রঙ ও রূপ, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়।

শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনে ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD