কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ বছর পর দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় গ্রামীণ খেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী মেলা। শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও নাটিকা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে দেয় বাঙালিয়ানার আমেজ। বিভাগের পক্ষ থেকে পিঠাপুলির স্টলে পরিবেশিত হয় পাটিসাপটা, চিতই, মালপোয়া সহ নানা ঐতিহ্যবাহী খাবার।
উপাচার্য বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলনমেলা।”
তিনি আরও বলেন, “নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পেরে আমরা গর্বিত।”
বিশ্ববিদ্যালয়ের গ্রাফিতি সংগঠন ‘বৃত্ত কুবি’—এর উদ্যোগে ক্যাম্পাসজুড়ে আলপনায় ফুটে ওঠে বৈশাখের রঙ ও রূপ, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়।
শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনে ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হবে।