1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়হান-সাইদুরের নেতৃত্বে ৫৩ সদস্যের কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার, ১জনের ৬ মাসের কারাদণ্ড কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় :গোলাম পরওয়ার কুমিল্লা নগরীর দিনেদুপুরে নারীকে চেতনানাশক দিয়ে কানের দুল ছিনতাই ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের মানবিক উদ্যোগ: ফ্রি বাস সার্ভিস

লাকসামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে  বুধবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লার সহকারী পরিচালক কাউসার মিয়া এ অভিযান চালান। জরিমানার পর তিশা পরিবহন তাদের যাত্রীসেবা বন্ধ করে দেয়। তবে, কোম্পানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, “ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনৈতিকভাবে তাদের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করেছে, যা তাদের সেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা হেনস্থার শিকার হন।
তবে, ৩৫ মিনিট পর বাস চালু করা হয়। এদিকে, গত বছরের ৫ আগস্ট থেকে লাকসাম তিশা কাউন্টারে শ্রমিক নেতারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন স্থানীয় লোকজন জানায়। শ্রমিক নেতা মোঃ শরিফুল ইসলাম ও মোঃ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। তাদের ক্যাডার বাহিনী যাত্রীদের অন্য পরিবহন ব্যবহার করতে বাধা দেয় এবং মারধরের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD