নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে বুধবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লার সহকারী পরিচালক কাউসার মিয়া এ অভিযান চালান। জরিমানার পর তিশা পরিবহন তাদের যাত্রীসেবা বন্ধ করে দেয়। তবে, কোম্পানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, “ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনৈতিকভাবে তাদের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করেছে, যা তাদের সেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা হেনস্থার শিকার হন।
তবে, ৩৫ মিনিট পর বাস চালু করা হয়। এদিকে, গত বছরের ৫ আগস্ট থেকে লাকসাম তিশা কাউন্টারে শ্রমিক নেতারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন স্থানীয় লোকজন জানায়। শ্রমিক নেতা মোঃ শরিফুল ইসলাম ও মোঃ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। তাদের ক্যাডার বাহিনী যাত্রীদের অন্য পরিবহন ব্যবহার করতে বাধা দেয় এবং মারধরের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।