চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ‘হোটেল তাজমহল’ ও ‘টাইম স্কয়ার’ হোটেল এন্ড রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিটি হোটেল মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ রোববার (০৬ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত উপজেলার মিয়াবাজারস্থ এ দুইটি হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে হোটেল দু’টিতে লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন, দৃশ্যমান স্থানে উৎপাদিত পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় হোটেল তাজমহলকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিক এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও টাইম স্কয়ারকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার উজিরপুর ইউনিয়নের হোটেল তাজমহল ও টাইম স্কয়ারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে হোটেল দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।’