মেজর মোহম্মদ আলী দেশসেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধিত
শামীম রায়হান ॥ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের সেরা উপজেলা চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পদক-২০২২ নির্বাচিত হওয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে সংবর্ধনা৷
সোমবার ( ১৩ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দেশসেরা নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,কৃষি অফিসার শেখ বিপুল হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম ফজলুল হক,প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী,সহ-সভাপতি হাবিবুব রহমান হাবিব,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,সোহরাব হোসেন,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান ভূঁইয়া প্রমূখ৷
সংবর্ধনা শেষে প্রধান অতিথিকে দেশসেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেজর(অব.)মোহাম্মদ আলী সুমনকে স্থানীয় মুক্তিযোদ্ধা,রাজনৈতিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়৷
শামীম রায়হান
নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি
তাং-১৩/০৩/২০২৩ইং