1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মেলা ও পিঠা উৎসব এর আয়োজন করেছে উপজেলা প্রশাসন। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি সিদ্ধান্তে তরুণদের উৎসাহিত করতে তিনদিন ব্যাপী (২১-২৩ জানুয়ারি) এ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন পরিকল্পনাহীনভাবে ও কোনো প্রকার প্রচার-প্রচারণা না করেই দায়সারা ভাবে হুটহাট সিদ্ধান্তে এ মেলার আয়োজন করেছে বলে মেলায় স্টল নেওয়া উদ্যোক্তাগণ ও দোকানীরা অভিযোগ করেন। তাই জমেনি এবারের তারুণ্য মেলা ও পিঠা উৎসব।

শেষ দিবসে মেলার স্টলগুলো সরেজমিন ঘুরে দেখা গেছে, এবারের মেলায় সর্বমোট ১৫টি স্টলের মধ্যে ১০টি স্টলই ছিলো খালি। কোনো উদ্যোক্তাই এসব স্টল বরাদ্দ নেয়নি বলে স্টল নেওয়া অন্যান্য উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা গেছে। প্রচারণা না থাকায় মেলায় ক্রেতা সাধারণ আসেনি বললেই চলে। ক্রেতা না আসায় বিক্রয়ও নেই তেমন একটা। এতে দূর-দূরান্ত থেকে এসে মেলায় স্টল নেওয়া উদ্যোক্তারা পড়েছেন বিপাকে। প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় মেলার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

মেলার একটি স্টল মালিক হাবিবুল্লাহ কসমেটিকস এর স্বত্ত্বাধিকারী কাজী ইসমাইল বলেন, তারুণ্যের মেলাটি প্রায় শেষের পথে। উপজেলা প্রশাসনের ডাকে অনেক প্রত্যাশা নিয়ে মেলায় স্টল নিয়েছিলাম। কিন্তু মেলায় ক্রেতা না আসায় তিনদিনে মোট বিক্রি হয়েছে মাত্র ২ হজার ১০০ টাকা।

মুজাহিদুল ইসলাম নামে আরেক বিক্রেতা জানান, মেলায় বেচাকেনা নেই বললেই চলে। তিনদিনে মোট ২ হাজার ৯০০ টাকা বিক্রি করেছি। এমন দায়সারা মেলার আয়োজন হবে জানলে স্টল নিতাম না।

নবনিতা যুব মহিলা ক্লাবের নুসরাত আলম সহ অন্যান্যরা জানান, মেলায় ক্লাবের পক্ষ থেকে দু’টি স্টল নেওয়া হয়েছে। ১০ জন কর্মী খেটেছে। আশানুরূপ বিক্রি না হওয়ায় লোকসান হবে এবার।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘মাইকিং সহ ব্যাপক প্রচারণা করা হয়েছে। গতকালকে ১০-১১টি স্টল ছিলো। তারুণ্যের উৎসব বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়নে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, ও কর্মশালা প্রোগ্রাম থাকায় এবারের মেলাটি কম জমেছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD