1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু জাফরের ইন্তিকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু জাফরের ইন্তিকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিনের আকষ্মিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মোহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, মহাসচিব পীরে ত্বরিক্বত আলহাজ্ব মাওলানা সৈয়দ মসিহুদ দৌলা, নির্বাহী সচিব উপাধ্যক্ষ মুফতি মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক । এদিকে আজ ২১ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ এবং গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এক যুক্ত বিবৃতিতে বলেন- মাওঃ অধ্যক্ষ আবু জাফর একজন সুন্নীয়তের নিবেদিত প্রাণ ছিলেন। সারাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আধ্যাত্মিক চিন্তা-চেতনার মাধ্যমে তরিকতের কাজ আঞ্জাম দিয়ে অসংখ্য মানুষকে সরল পথ দেখিয়েছেন। সারাজীবন তরিক্বত ও সুন্নিয়তের খেদমত আন্জাম দিয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সুন্নীয়তকে রাজনৈতিকভাবে প্রাতিষ্ঠানিক রূপদান করার আপ্রাণ চেষ্টাও করেছেন। তিনি গত ২০ জানুয়ারি , সোমবার দুপুর ১.৩০ ঘটিকায় জীবনের মায়া ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। তাঁর ইন্তিকালে চাঁদপুরসহ সারা বাংলাদেশ শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই বিদায় সুন্নী অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতের আ’লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মাওলানা অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী যুবসেনা, ছাত্রসেনা,গাউছিয়া কমিটি বাংলাদেশসহ আরো বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD