1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু জাফরের ইন্তিকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ - Dainik Cumilla
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার কুমিল্লা জেলার বিভিন্ন থানার ১৩৪ টি রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার করেছে সরকার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ১৬৭ ‘ভেন্যু কেন্দ্র’ বাতিল নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক নারীদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু জাফরের ইন্তিকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিনের আকষ্মিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মোহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, মহাসচিব পীরে ত্বরিক্বত আলহাজ্ব মাওলানা সৈয়দ মসিহুদ দৌলা, নির্বাহী সচিব উপাধ্যক্ষ মুফতি মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক । এদিকে আজ ২১ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ এবং গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এক যুক্ত বিবৃতিতে বলেন- মাওঃ অধ্যক্ষ আবু জাফর একজন সুন্নীয়তের নিবেদিত প্রাণ ছিলেন। সারাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আধ্যাত্মিক চিন্তা-চেতনার মাধ্যমে তরিকতের কাজ আঞ্জাম দিয়ে অসংখ্য মানুষকে সরল পথ দেখিয়েছেন। সারাজীবন তরিক্বত ও সুন্নিয়তের খেদমত আন্জাম দিয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সুন্নীয়তকে রাজনৈতিকভাবে প্রাতিষ্ঠানিক রূপদান করার আপ্রাণ চেষ্টাও করেছেন। তিনি গত ২০ জানুয়ারি , সোমবার দুপুর ১.৩০ ঘটিকায় জীবনের মায়া ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। তাঁর ইন্তিকালে চাঁদপুরসহ সারা বাংলাদেশ শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই বিদায় সুন্নী অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতের আ’লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মাওলানা অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী যুবসেনা, ছাত্রসেনা,গাউছিয়া কমিটি বাংলাদেশসহ আরো বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD