1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

 

মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলে উপজেলার ৩২টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল পরিচালিত আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের সহকারী প্রধান ওমর ফারুক। হল সুপারের দায়িত্ব পালন করেন, একই স্কুলের গণিত শিক্ষক জহিরুল ইসলাম রাজু। পরীক্ষা তত্ত্বাবধানে ছিলেন, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হালিমা আক্তার।এছাড়াও মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারজাহান আক্তার, শিকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা আক্তার, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাদিম, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, উত্তর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষকগণ পরীক্ষা চলাকালে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,
আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের‌ পরিচালক মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের চেয়ারম্যান এসএম শেখ কামাল ও প্রধান শিক্ষক মোঃ শাফায়েত হোসাইন।
এদিকে, উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।
প্রধান শিক্ষক মোঃ শাফায়েত হোসাইন বলেন, প্রতিষ্ঠার পর থেকে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল অত্রাঞ্চলে মানসম্মত শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে আরও ভালো অবস্থানে যেতে পারে সে লক্ষ্যে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ কাজে এলাকাবাসী, শিক্ষার্থী-অভিভাবকরাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমরা তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে ৮০ ভাগ নম্বর প্রাপ্ত সকল শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD