1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা’সহ গ্রেফতার ২৪, বিভিন্ন নথিপত্র উদ্ধার - Dainik Cumilla
বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার কুমিল্লা জেলার বিভিন্ন থানার ১৩৪ টি রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার করেছে সরকার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা’সহ গ্রেফতার ২৪, বিভিন্ন নথিপত্র উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লায় কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজন’সহ ২৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

এসময় পাসপোর্ট, ডেলিভারি স্লীপ, জাতীয় পরিচয়পত্র কার্ড, মোবাইল ফোন, বিভিন্ন সীল, প্যাড, নগদ অর্থ’সহ পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়।সোমবার সকালে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।র‌্যাব জানায়, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু করে এবং দালাল চক্রকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।পরে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার সারাদিন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা সহ সর্বমোট ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে তারা।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শাকতলা গ্রামের শাকিল আহম্মেদ সুজন, একই জেলার কোতয়ালী মডেল থানার বাগিচাগাঁও গ্রামের মোঃ শাহাদাত হোসেন, একই থানার নোয়াপাড়া গ্রামের মোঃ শরীফ, একই গ্রামের মোঃ মাসুক, মোঃ লিকন খান, ডালিম সরকার , মোঃ ইরফান, মোঃ শওকত আলী, মোঃ ওজায়ের হোসেন সাকিব , একই থানার নতুন চৌধুরী পাড়ার , মোঃ দেলোয়ার হোসেন রোমান , একই জেলার মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রহিম, একই জেলার কোতয়ালী মডেল থানার মোরাপাড়া গ্রামের ইশান আহম্মেদ রাব্বি , চট্টগ্রাম জেলার স›দ্বীপ থানার মগধারা গ্রামের ,ছেলে মুজিবুর রহমান, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম , একই জেলার কোতয়ালী মডেল থানার ছেলে মোঃ শাফি , একই গ্রামের মোঃ আজাহার এর ছেলে মোঃ তুহিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন রুবেল, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ছোটরা গ্রামের এর ছেলে মোঃ মাজহারুল ইসলাম , একই জেলার বুড়িচং থানার পয়াত গ্রামের , আব্দুল হান্নান বাবুল , একই গ্রামের হাছিবুল হাসান জিমি, একই থানার শিকারপুর তানজিদ হাসান, একই জেলার দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মোঃ ইমরুল হাসান, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম।

এসময় দালাল চক্রের হেফাজত থেকে ২০ টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯ টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ০১ টি মোবাইল সেট, ০৭ টি বিভিন্ন সীল, ০১ টি প্যাড, নগদ- ৪৩,০০০/- টাকা’সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD