1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ - Dainik Cumilla
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য -দিদারুল আলম বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক শারদীয় দূর্গোৎসবের জন্য প্রস্তুত চৌদ্দগ্রামের ২২টি পূজা মন্ডপ কুমিল্লা মেডিকেল কলেজে কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪১০ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভুয়া ছাত্র সমন্বয়কদের প্রতি স্বজনপ্রীতি দেখানোর অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও উপজেলা শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা চত্বরে অবস্থিত শহিদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুর রহমানসহ উপজেলা প্রশাসনের সকল অফিসারদের বিরুদ্ধে ভুয়া ছাত্র সমন্বয়কদের প্রতি স্বজনপ্রীতি দেখানোর অভিযোগ করে বলেন, যারা বিগত ৫ই আগষ্ট পূর্ববর্তী সময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে ও রক্ত ঝরিয়েছে তাদের সাথে সু-সম্পর্ক না গড়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলোনা ও বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারে ধূসর ছিলেন তাদেরকে প্রাধান্য দেওয়াসহ নানান রকম বৈষম্যের সৃষ্টি করছে উপজেলা প্রশাসন। তারা দ্রুত এই বৈষম্যের অবসান চায়। প্রকৃত ছাত্র সমন্বয়কদের মূল্যায়নের দাবি জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার সদস্য নাহিদুল নাঈমের সভাপতিত্বে ও মুরাদনগর উপজেলা শাখার ছাত্র সমন্বয়ক সিয়াম খানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান, শাহপরান, শ্রীকাইল সরকারি কলেজের শিক্ষার্থী এনামুল হক, বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবদুর রহমান উজ্জ্বল, মেহেদি হাসান, সাইফুল ইসলাম শান্ত, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন, বাশঁকাইট কলেজের শিক্ষার্থী ইমন, দোলন, আরিফ প্রমূখ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। যদি কারোর আমার বিপক্ষে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি আমাকে বললে শুধরানোর চেষ্টা করবো আর যদি শুধরাতে না পারি তাহলে এখান থেকে চলে যাবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD