1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে একই দিনে দুই লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

দেবিদ্বারে একই দিনে দুই লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

 

 

খলিলুর রহমান।।

কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুই এলাকা থেকে দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ইউছুফপুর ও একই দিন সকাল ৬ টায় পৌর এলাকার বারেরা থেকে লাশ দুটি উদ্ধার হয়।

 

ইউছুফপুর গ্রামের লাশটি মিজানুর রহমান নামে ৬৬ বছরের এক বৃদ্ধের। সে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার নবীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তার লাশটি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউছুফপুরের একটি ব্রীজের নিচ থেকে উদ্ধার হয়।

 

অপরদিকে পৌর এলাকার বারেরা গ্রামের লাশটি সহিদুল্লাহ সরকার নামে ৬০ বছরের বৃদ্ধের। তিনি একই গ্রামের হেলাল গাজী সরকার বাড়ির মৃত জব্বার আলী সরকারের পুত্র। সকাল ১০ টায় বাড়ির পাশের একটি গর্তে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে সহিদুল্লাহর অর্ধ গলিত লাশ উদ্ধার করে।

 

সহিদুল্লার পুত্রবধূ বিলকিস আক্তার ও তার পরিবার বলেন, সহিদুল্লাহ গত সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর এলাকায় একটি দোকানে চা খেতে গিয়ে আর বাড়িতে ফেরেনি৷ পরে তাকে খোজাখুজি করেন পরিবার। পরদিনও সারাদিন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের সাথে নিয়ে খুঁজাখোজি করে কোথাও তার সন্ধান পাননি।

 

মিজানুর রহমানের ভাই বিল্লাল হোসেন ও আলাউদ্দিন বলেন, মিজানুর মানষিক ভারসাম্য ছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার দুপুরে ইউছুফপুরের একটি ব্রীজের নিচে একজন বৃদ্ধের লাশ পাওয়ার সংবাদে এসে তাদের ভাইকে সনাক্ত করেন। মিজানুরের পরিবার ঢাকায় থাকেন। তিনি বাড়িতে একাই থাকতেন।

 

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, দেবিদ্বারের পৃথক দুই এলাকা থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দু’টি দুপুর আড়াইটায় ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD