খলিলুর রহমান।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। প্রতিবছরের ন্যায় এবারও ১৭ তম ব্যাচের অডিশন খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় অডিশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অডিশন রাউন্ডের প্রধান অতিথি এবং ভিসিটির প্রধান পৃষ্টপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মজিদ, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।
বিচারক এবং সভাপতির দায়িত্বে ছিলেন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এর প্রধান শিক্ষক উপদেষ্টা সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীতেন্দ্রনাথ তরফদার । শিক্ষক উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান, ভিসিটির সাবেক প্রধান শিক্ষক উপদেষ্টা কবির উদ্দিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক মোঃ মশিউর রহমান ভূঁইয়া, সাবেক শিক্ষক উপদেষ্টা জুবাইদা নূর খান ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম, সাবেক সভাপতি ও বর্তমান কুমিল্লা চ্যাম্পিয়নস স্কুলের সহকারী প্রধান শিক্ষক, ইকরামুল হাসান ইথার, কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিসিটির সাবেক সভাপতি মোঃ আল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক
ইকবাল হোসেন,সাবেক প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, শুভাকাঙ্ক্ষী পিন্টু চন্দ্র সরকার ও সদ্য বিদায়ী সভাপতি পৃথুল দাস , ভিসিটির বর্তমান সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক মোঃ সাব্বির আহমেদ। অডিশন রাউন্ডে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ম্যাজিসিয়ান সুমন রাজা, প্রডিউসার এবং নাট্য ব্যক্তিত্ব আপন। এছাড়া ভিসিটির কার্যনির্বাহী কমিটি এবং নিয়মিত সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভিসিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, সুষ্ঠ জীবন যাপনের জন্য সুষ্ঠ সংস্কৃতির বিকল্প নেই, আর ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তার প্রতিষ্ঠালগ্ন থেকে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, আর তোমরা নতুনরা এসে ভিসিটিকে আরো সমৃদ্ধ করবে এই প্রত্যাশা ।
উপাধ্যক্ষ মোঃ আবদুল মজিদ বলেন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার দেশ ও দেশের বাহির থেকে অনেক সুনাম অর্জন করে আসছে। আমি নিজেও ক্যাম্পাস জীবনে থিয়েটারের চর্চা করেছি এবং থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলাম। তিনি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের এই অর্জনের ধারা অব্যাহত রেখে সংগঠনের সাফল্য কামনা করেন।