1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ১৭ তম ব্যাচের অডিশন প্রোগ্রাম অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ১৭ তম ব্যাচের অডিশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৭৯ বার পঠিত

 

 

খলিলুর রহমান।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। প্রতিবছরের ন্যায় এবারও ১৭ তম ব্যাচের অডিশন খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় অডিশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অডিশন রাউন্ডের প্রধান অতিথি এবং ভিসিটির প্রধান পৃষ্টপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মজিদ, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

 

 

বিচারক এবং সভাপতির দায়িত্বে ছিলেন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এর প্রধান শিক্ষক উপদেষ্টা সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীতেন্দ্রনাথ তরফদার । শিক্ষক উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান, ভিসিটির সাবেক প্রধান শিক্ষক উপদেষ্টা কবির উদ্দিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক মোঃ মশিউর রহমান ভূঁইয়া, সাবেক শিক্ষক উপদেষ্টা জুবাইদা নূর খান ।

 

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম, সাবেক সভাপতি ও বর্তমান কুমিল্লা চ্যাম্পিয়নস স্কুলের সহকারী প্রধান শিক্ষক, ইকরামুল হাসান ইথার, কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিসিটির সাবেক সভাপতি মোঃ আল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক
ইকবাল হোসেন,সাবেক প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, শুভাকাঙ্ক্ষী পিন্টু চন্দ্র সরকার ও সদ্য বিদায়ী সভাপতি পৃথুল দাস , ভিসিটির বর্তমান সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক মোঃ সাব্বির আহমেদ। অডিশন রাউন্ডে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ম্যাজিসিয়ান সুমন রাজা, প্রডিউসার এবং নাট্য ব্যক্তিত্ব আপন। এছাড়া ভিসিটির কার্যনির্বাহী কমিটি এবং নিয়মিত সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভিসিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, সুষ্ঠ জীবন যাপনের জন্য সুষ্ঠ সংস্কৃতির বিকল্প নেই, আর ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তার প্রতিষ্ঠালগ্ন থেকে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, আর তোমরা নতুনরা এসে ভিসিটিকে আরো সমৃদ্ধ করবে এই প্রত্যাশা ।

 

উপাধ্যক্ষ মোঃ আবদুল মজিদ বলেন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার দেশ ও দেশের বাহির থেকে অনেক সুনাম অর্জন করে আসছে। আমি নিজেও ক্যাম্পাস জীবনে থিয়েটারের চর্চা করেছি এবং থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলাম। তিনি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের এই অর্জনের ধারা অব্যাহত রেখে সংগঠনের সাফল্য কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD