1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।

সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের বিরুদ্ধে স্কুলের এক লক্ষ টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি গত পাচঁ মাসে বিদ্যালয়ে থাকা ৬টি বিভিন্ন প্রকারের গাছ বিক্রি করেছেন। যার অনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি বলে দাবি স্থানীয়দের।
রবিবার সকালে এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন আবদুল মালে নামে এক অভিভাবক।
অভিযোগ সূত্রে জানা যায়, মো: আবু হানিফ প্রধান শিক্ষক হিসেবে ২০নং হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে সরকারের নিয়ম নিতি তুয়াক্কা না করে সরকারকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ৬টি গাছ কর্তন করে বিক্রয় করেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করিলে উল্টো বিভিন্ন প্রকার মামলা ও অকথ্য ভাষায় গালমন্ধ করেন। বর্তমানে বিদ্যালয়ের আরো গাছ কর্তন করার পায়তারা করছেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।
এ ব্যাপারে হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার স্কুলে গাছ কাটার মতো কোন প্রকার গাছ নেই।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, লিখিত অভিযোগটি এখনও আমি দেখিনি! অভিযোগটি পেলে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD