1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ পূত্রবধূর বিরুদ্ধে - Dainik Cumilla
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসী যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু কুমিল্লা নগরীর ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ধরে পাবলিক লাইব্রেরিটির অস্তিত্ব নেই কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মাল জব্দ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ

মুরাদনগরে শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ পূত্রবধূর বিরুদ্ধে

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

 

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দ্বে শাশুড়ি রেজিয়া খাতুনকে (৬০) শারীরিক নির্যাতন ও শরীরে গড়ম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে শাশুড়ি রেজিয়া খাতুন বাদী হয়ে নিজ ছেলে আমির হামজা ও পুত্রবধূ বিলকিছ বেগমের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার দুপুরে শাশুড়ির শরীরে গড়ম পানি ঢেলে দেয় পুত্রবধূ।
পুত্রবধূ বিলকিছ বেগম মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার আমির হামজার স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, আমির হামজা তার বোন আছমা বেগমের কাছ থেকে গত ৮ বছর পূর্বে ২ লক্ষ টাকা ধার করেন। সেই টাকা আমির হামজার নিকট তার বোন আছমা বেগম বহুবার চাওয়ার পরও তাকে টাকা না দিয়ায় উল্টো হুমকি ধামকি ও মারধর করে তাড়িয়ে দেন। বুধবার দুপুরে আছমা বেগম তার ভাই আমির হামজার কাছে টাকা চাইতে গেলে আমির হামজা ও তার স্ত্রী বিলকিছ বেগম অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে থাকে। এ সময় মা রেজিয়া বেগম এগিয়ে গেলে আমির হামজা ও তার স্ত্রী রেজিয়া বেগমকেও মারধর করতে থাকে। এক পর্যায়ে পুত্রবধু বিলকিছ বেগম শাশুড়ির হাতে ফোটানো গরম পানি ঢেলে দেন এবং ঘরের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে আমির হামজা। এসময় মা ও মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD