1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রলীগ নিষিদ্ধ করায় হাসনাত আব্দুল্লাহর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Dainik Cumilla
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন নাঙ্গলকোটের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে অস্ত্রের মহড়া, ৬ বাড়ি, গাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চৌদ্দগ্রামে দুর্ঘটনাজনিত অসুস্থ কর্মীর খোঁজখবর নেন জামায়াত নেতৃবৃন্দ অপপ্রচার রুখতে মুরাদনগর এনপিপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কুবি সাংবাদিকদের প্রশিক্ষণ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও দেবীদ্বারে দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার ব্রাহ্মণপাড়ায় ড্রেজিং করে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে এক স্কুলছাত্র নিহত,১০ ছাত্র আহত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুইদিন পর প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

ছাত্রলীগ নিষিদ্ধ করায় হাসনাত আব্দুল্লাহর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ’র নিজ এলাকায়। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেট এই আনন্দ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্ত¡রে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মিছিলে তাঁরা এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো, ছাত্রলীগ জঙ্গি খুনি হাসিনার সঙ্গী, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, এসব গান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আজকে বাংলাদেশ ও জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। আমরা আজীবন এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা এ থেকে শিক্ষা নিন, যারাই দেশে সন্ত্রাসী কার্যক্রম করবে ছাত্রজনতা তাদের প্রতিহত করবে, বাংলাদেশে কোন সন্ত্রাসী সংগঠনের ঠাঁই হবে না ।

শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশে আর কোনও মুজিববাদের ঠিকানা হবে না। মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। সমাবেশে তাঁরা দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে জুলাই বিপ্লবের গণহত্যাসহ ফ্যাসিবাদের ১৬ বছরের সব অপকর্মের সুবিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ছাত্র আন্দোলনে দেবিদ্বারের শহীদ ১২ টি পরিবারের মাঝে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ ২৪ লক্ষ টাকা সহযোগিতা করেছেন। যারা আহত হয়েছেন তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, সরকার সাকিব, কাজী নাছির, আহমেদ নাফিজ, মোঃ মামুনসহ আরও অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD