1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন - Dainik Cumilla
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার কুমিল্লা জেলার বিভিন্ন থানার ১৩৪ টি রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার করেছে সরকার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ১৬৭ ‘ভেন্যু কেন্দ্র’ বাতিল নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক নারীদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লায় ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ২০৬ নিয়োগ প্রত্যাশী চাকরি পেয়েছেন। নিয়োগ পাওয়াদের মধ্যে ১৮১ জন পুলিশ ও ২৫ জন নারী।মঙ্গলবার( ২৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে সাধারণ কোটায় ১১২ জন, মুক্তিযুদ্ধ কোটায় ৪০ জন। পোষ্য কোটায় পুরুষ ১৮, নারী-২৫ জন,আনসার কোটায় ১১ জন, এতিম কোটায় একজন নিয়োগ পেয়েছেন।

সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর.আই. এ.বি.এম আব্দুল হালিম মিনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুনদের বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান (অপরাধ), কুমিল্লা সদর সার্কেল এসপি কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন,প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করে তাহলে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য ঢাকা পুলিশের হেডকোয়ার্টারে সহযোগিতায় স্বচ্ছভাবে কুমিল্লাতে ২০৬ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ঘুষ ছাড়া যেহেতু চাকরি হয়েছে নতুন নিয়োগ প্রাপ্তরা সৎ ভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষা শুরু হয়। চাকরির জন্য আবেদন করেন ৫ হাজার ৮২২ জন। শারীরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরিক্ষায় অংশ নেন ৪১৮৭ জন।লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হন ৫৭১ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ২০৬ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD