1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

গোমতী নদীর বাঁধ ভাঙ্গনের পর থেকে ভয়াবহ বন্যা কবলিত হয় বুড়িচংয়ের ১০৫টি গ্রাম। পানিবন্দী হয়ে যায় কয়েক লাখ মানুষ। অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী , গৃহ নির্মাণ সহ বিভিন্ন সহযোগিতায় এগিয়ে আসেন বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তি এবং সংগঠন।

এরই ধারাবাহিকতায় পিস উইন্ডস জাপান এবং ঢাকা কমিউনিটি হসপিটাল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৪নং ষোলনল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম করা হয়েছে।

প্রফেসর মো: নূরুল ইসলাম ভূঁইয়া এর সার্বিক সহযোগিতায় শিকারপুর তাঁর নিজ বাড়িতে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করেন।

সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে পিস উইন্ডস জাপান এর কর্মকর্তা সাচিয়ে সাইজো, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, ডিসিএইচ ট্রাস্ট কর্মকর্তা হাসি চাকমা, লিমন দত্ত, মোহাম্মদ আরমান হোসেন, হাসনাইন জুবায়েদ নোমান, সেলিম হোসেন, এবং ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (ইমন), অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, এডভোকেট মেহেদী হাসান ভূঁইয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ, আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়বুড়িয়া ফাতেমা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মহিষমারা উচ্চ বিদ্যালয় ও ভরাসার উচ্চ বিদ্যালয় থেকে বিতরন কার্যক্রম পরিচালিত হয় এবং পুনরায় গতকাল শিকারপুর প্রফেসর বাড়িতে সর্বশেষ ত্রাণ বিতরনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি হয়।
উল্লেখ্য, এই ধরণের ত্রাণ সহায়তা পেয়ে এলাকাবাসী ডিসিএইচ ট্রাস্ট এবং পিস উইন্ডস জাপান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD