1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয় বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো -সফিকুর রহমান - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয় বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো -সফিকুর রহমান

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শমসেরপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন সম্পাদক সফিকুর রহমান সফিক।

প্রধান অতিথির বক্তব্যে সফিকুর রহমান বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার জন্যেই কাজ করবো। আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয়; বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো।

তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী। শহীদ জিয়ার মৃত্যুর পরও দেশিয় কিংবা আন্তর্জাতিকভাবে কেউই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি। আমরা একজন সৎ ও দেশপ্রেমিক নেতার কর্মী হতে পেরে গর্বিত। আমরা কোন দল থেকে আসিনি। আমরা বিএনপিতে ছিলাম, আছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো।

সফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৫ বছর দেশ চালিয়েছে। তাদের নেতা-কর্মীরা ভিন্ন মতাদর্শের লোকদের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে। তাদের কৃতকর্মের জন্য আজ তারা এলাকা ছাড়া, দেশ ছাড়া। যারা অতীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, বাড়িঘর ভাংচুর-লুটপাট করেছে তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী। তাদের শাস্তি পেতেই হবে। তাদের ক্ষমা নেই।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমেদ সভাপতিত্বে ও যুবদল নেতা কামরুল শাহীন মজুমদারের পরিচালনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক নাজমুল হাসান, যুবদল নেতা আশিক জামাল হোসেন, মহিন উদ্দিন জুয়েল, ছাত্রদল নেতা মাসুদ আলম প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD