1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সবার সহযোগিতা নিয়ে কুমিল্লাকে সাজাতে চাই - এমপি বাহার - Dainik Cumilla
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামের বদরপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত নাঙ্গলকোটে আনোয়ার ভূঁইয়া ফুটবল একাডেমির ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা মহাসড়কে বিভিন্ন খাবারের হোটেলে যৌথ বাহিনীর অভিযান নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মীলনী কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার নাঙ্গলকোটে কৃষকদল নেতার বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা, হত্যা চেষ্টা ও অপহরণের হুমকি বুড়িচংয়ে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ মিলে ছাত্রদল নেতার অফিস ভাঙচুর নাঙ্গলকোটে কৃষকদল নেতার বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা, হত্যা চেষ্টা ও অপহরণের হুমকি

সবার সহযোগিতা নিয়ে কুমিল্লাকে সাজাতে চাই – এমপি বাহার

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত

 

নেকবর হোসেন :

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, দীর্ঘ অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে কুমিল্লা নগরী একটা জঞ্জালের নগরীতে পরিনত হয়েছিল। নিয়ম নীতি না মেনে টাকা বিনিময়ে বহুতল ভবনের প্ল্যান পাশ করিয়ে নগরীকে অপরিকল্পিতভাবে গড়ে তুলা হয়েছে । এখনো অনেক ভবন রয়েছে অনুমোদনবিহীন। এ নগরীকে একটা পরিকল্পিত সুন্দরও নগরী হিসেবে গড়ে তুলতে মেয়র ডা তাহসিন বাহার সূচনা কাজ শুরু করেছে। ইতিমধ্যে যানযট ও জলাবদ্ধতা দূরীকরণের নানা পদক্ষেপ নিয়েছে। অনুমোদনবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। সুন্দর নগরী গড়তে সবাই সহযোগীতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে কুমিল্লা নগরীকে সাজাতে চাই।
গতকাল শনিবার (২৯ জুন) রাতে কুমিল্লা ডাযাবেটিক হাসপাতালের বাজেট অধিবেশন ২০২৪-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

হাজী বাহার এমপি আরও বলেন, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল কুমিল্লার গণ মানুষের কল্যাণ কাজ করে গণ মানুষের প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারীদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি বাড়াতে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
পরে বাজেটের উপর আলোচনা করেন অতিথি সহ সমিতির সদস্যবৃন্দ। কিছু সংশোধনী এনে সর্বসম্মতিক্রমে বাজেট পাশ হয়। এর আগে ফিতা কেটে ডায়াবেটিস সমিতির নিজস্ব ফার্মেসীর উদ্বোধন করেন অতিথিবৃব্দ।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের অডিটরিয়ামে কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস. মেহেরুন্নেছার বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সহ সভাপতি ডা: আব্দুল বাকি আনিছ, সাধারণ সম্পাদক মির্জা মো: কোরেশী, কোষাধ্যক্ষ প্রভাল শেখর মজুমদার মিঠু, সহ কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল সমিতির সকল সদস্যবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালন করেন ডায়াবেটিস সমিতির সদস্য তারিকুর রহমান জুয়েল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD