1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

চৌদ্দগ্রামে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: ইলিয়াছ হোসেম (৫০) নামে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছোট ভাই বাহার মিয়া। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে। নিহত ইলিয়াছ হোসেন চাঁন্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে । বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জামিল রেজা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই মো: ইলিয়াছ হোসেনের সাথে ছোট ভাই বাহার মিয়ার বিরোধ চলে আসছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। ঘটনার দিন বুধবার (২৬ জুন) সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দুই ভাই আবারো ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাহার মিয়া ধারালো দা দিয়ে তার বড় ভাই ইলিয়াছ হোসেনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে আশেপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তারা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াছের চাচাতো ভাই আবদুল মান্নান জানান, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। সামাজিকভাবেও একাধিকবার বিষয়টির মীমাংসার চেষ্টা করা হয়েছিলো। বুধবার সন্ধ্যায় এ নিয়ে আবারো দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বাহার ধারালো দা দিয়ে বড় ভাই ইলিয়াছকে কুপিয়েছে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আব্দুল মান্নান আরও বলেন, বাহার মিয়া একজন মাদকসেবী ছিলো।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, অভিযুক্ত বাহার মাদকাসক্ত লোক। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে বাহার মিয়া প্রায়ই তার বড় ভাই ইলিয়াছের উপর হামলা করতো। বুধবার সন্ধ্যায় বাহার আবারো হামলা করে। হামলায় বাহার ধারালো দা দিয়ে ইলিয়াছকে গুরুতর আঘাত করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াছ নিহত হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জামিল রেজা বলেন, ইলিয়াছ নামের এক ব্যক্তিকে সন্ধ্যা ৬.৫৫ঘটিকায় আমাদের হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তার পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ও গভীর ক্ষত ছিলো।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, আব্দুল মান্নান নামে উপজেলার বাতিসা ইউনিয়ের চাঁন্দকরা গ্রামের একজন নিজেকে নিহত ইলিয়াছের চাচাতো ভাই পরিচয় দিয়ে মুঠোফোনে আমাকে জানিয়েছে যে, ইলিয়াছ নামে এক ব্যক্তিতে পূর্ব বিরোধের জের ধরে তার ছোট ভাই বাহার কুপিয়ে হত্যা করেছে। আব্দুল মান্নান আরও জানান, ইলিয়াছকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। আমরা এখনো ভিকটিমের লাশ বুঝে পাইনি। লাশ উদ্ধার শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD