1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
প্লাটিনাম জয়ন্তীতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ণিল আয়োজন - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

প্লাটিনাম জয়ন্তীতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ণিল আয়োজন

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭০ বার পঠিত

 

নেকবর হোসেন:

আগামীকাল ২৩ জুন (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে দলটি। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বর্নিল কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন রবিবার সকাল ৯ নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন । সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ। সকাল ১১ টায় নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৫ টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আলোক চিত্র প্রদর্শনী,আলোচনা সভা,দলের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্লাটিনাম জয়ন্তীর এ আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা এবং প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড জহিরুল ইসলাম সেলিম। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গত ১৬ জুন রবিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করে দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফ্লোরে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার । এতে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র সহ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ , মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্লাটিনাম জয়ন্তী উদযাপিত প্রসঙ্গে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, “ জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা যখন প্রস্তুত হচ্ছি, ঠিক এই সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি পালন করবে। আয়োজনকে স্বার্থক করে আমরা প্রমান করব কুমিল্লার আওয়ামী লীগ সবচেয়ে ঐক্যবদ্ধ ও গতিশীল সারা দেশের অনুকরনীয় একটি মডেল ইউনিট।”

হাজী বাহার এমপি আওয়ামী লীগের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী সহ মুক্তিযোদ্ধের সপক্ষের সকল মানুষকে অংশ গ্রহণ করে ইতিহাসের অংশীদার হওয়ার আহবান জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD