1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় ৮৮ ছাত্রের অংশগ্রহণ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় ৮৮ ছাত্রের অংশগ্রহণ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬২ বার পঠিত

 

নেকবর হোসেন

‘খেলাধুলায় স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০টি কলেজের ৮৮ জন ছাত্র প্রতিযোগিতায় অংশ নেয়।
শনিবার (৮জুন) কুমিল্লা স্টেডিয়ামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুলে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ নিজামুল করিম ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, গোটা বিশ্বের সাথে তাল-মিলিয়ে আমাদের সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘোষনা ২০৪১ সালে সোনার বাংলাদেশ নির্মান করার। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন তারাই করবে যারা আজকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যারা সাঁতার প্রতিযোগিতা করতে আসছে তাদের ফিজিক্যাল ফিট হতে হবে,শিক্ষা-দিক্ষায় ফিট হতে হবে,খেলাধুলায় ফিট হতে হবে।
তিনি আরও বলেন, আমরা একটি জাতি চাই, যে জাতি গোটা বিশ্বে সবক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব করবে। এটা হতে পারে সাঁতার, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল। যেমন ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বে প্রতিনিধিত্ব করছে, তেমনি তোমাদের থেকে একজন সাকিব আল হাসান সৃষ্টি হবে যে কিনা সাঁতার প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে।
তিনি সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন শেষে সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ফারুক রোমেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু। একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD