1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিতে প্রতীকী লাশ দিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কুবিতে প্রতীকী লাশ দিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুন, ২০২৪
  • ২২৮ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে প্রতীকী লাশ দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রবিবার (২ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ওয়ান টু থ্রি ফোর অকুপেশন নো মোর, টু স্টেট সল্যুশন মানি না মানবো না, নো ইউএন নো টু স্টেট , ফ্রম দ্যা রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি,ওয়ান উম্মাহ ওয়ান বডি ওয়ান আর্মি ওয়ান ল্যান্ড, রিমুভ ইসরায়েল ফ্রম দ্যা ওয়ার্ল্ড ম্যাপ, রাইজ এগেইন অলিভ ট্রি প্যালেস্টাইন উইল বি ফ্রি বলে স্লোগান দিতে থাকে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আজ হৃদয়ে রক্তক্ষরণ হয়। যখন দেখি একজন ফিলিস্তিনি পিতা তার মস্তকহীন সন্তানের লাশ নিয়ে আর্তনাদ করে৷ আমরা তাদের পক্ষে যুদ্ধ করতে পারবো না কিন্তু দোয়া করতে পারবো। বর্তমানে ফিলিস্তিনের ওপর ইসরায়েল অমানবিক অত্যাচার, নির্যাতন করছে, গণহত্যা করছে। কিন্তু অনেক ক্ষমতাবান রাষ্ট্র নিজেদের জায়গা থেকে কিছু করছে না। কিছুদিন আগে স্বীকৃতি দেয়া ৩টি দেশসহ মোট ১৪৬ টি দেশ স্বীকৃতি দেওয়ার পরও ইহুদিরা ফিলিস্তিনের ওপর নির্যাতন করছে, গণহত্যা চালিয়েছে। এখন আমরা বিভিন্ন কলাম লিখে, সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে পারি। আমাদের জায়গা থেকে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। বিভিন্নভাবে সমর্থন করছি।

উল্লেখ্য, ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে সবসময়ই সরব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এনিয়ে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD