দৈনিক কুমিল্লা রিপোর্ট।।
কুমিল্লা একাদশ
সিলেট একাদশ
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএলের নবম আসরের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের লড়াইয়ের মধ্য দিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা এই ব্যাট-বলের লড়াই আজ শেষ হচ্ছে। হাড্ডাহাড্ডি দ্বৈরথের অপেক্ষায় থাকা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই দুই দলের শিরোপা জয়ের লড়াই। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হাতছানি দিয়ে ডাকছে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নেওয়ার। অন্যদিকে ফাইনালে এই প্রথমবারের মতো খেলছে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি।