1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারি আটক - Dainik Cumilla
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুদ্ধ জনতা ধান্যদৌল আলোর পথ যুব সংঘের উদ্যোগে ১৮ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল সহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার যোগ্যছোলা চেয়ারম্যান পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মো: মোরশেদ আলম প্রকাশ সোহেল (২৫), একই গ্রামের মো: সাজু মিয়ার ছেলে মো: সাদ্দাম হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম থানার মাছিমপুর গ্রামের হাজী তোফায়েল আহমেদের ছেলে মো: আলাউদ্দিন (৩৮), চট্টগ্রাম জেলার ভুজপুর থানার পশ্চিম সাপমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: ওমর ফারুক (১৯)। আটককৃত সোহেলের বিরুদ্ধে এর আগেও দেশের বিভিন্ন আদালতে ১৬টি মামলা বিচারাধিন রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাত পৌঁনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সুজাতপুর এলাকার লাকী হোটেলের সামনে ব্যারিকেড দিয়ে চট্টগ্রামগামী সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে (চট্ট মেট্রো-ড-৮১-১২৩৬) তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক-হেলপার সহ চার মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ সংক্রান্তে থানায় মামলা (মামলা নং-২৩/২৩.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) রুজু করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌঁনে তিনটায় অভিযান চালিয়ে মহাসড়কের সুজাতপুর এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল সহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। পরে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD