নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলার বরল-বাগমারা এলাকায় অবৈধভাবে কোল্ড স্টোরেজে ডিম ও মিষ্টি মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে বেলা ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে দেখা যায়, ঐ এলাকার মেঘনা কোল্ড স্টোরেজে অবৈধভাবে ২১ লাখ ডিম এবং ৮০০ ড্রাম বা প্রায় ২৪ হাজার কেজি মিষ্টি ও মিষ্টির সিরা মজুদ করে রাখা হয়েছে। একটি আলুর কোল্ড স্টোরেজে এমন বিপুল পরিমাণ ডিম ও মিষ্টি মজুদ করার বিষয়ে কর্তৃপক্ষ কোন সদোত্তর দিতে পারেনি। কোল্ড স্টোরেজ পরিচালনায় কৃষি বিপণন অধিদপ্তর থেকে কৃষি পণ্য মজুদের লাইসেন্স প্রয়োজন হলেও কর্তৃপক্ষ সেটি দেখাতে ব্যর্থ হয়। ফলে কৃষি বিপণনের লাইসেন্স না নিয়ে কোল্ড স্টোরেজ পরিচালনা করা এবং অবৈধভাবে বিপুল সংখ্যক ডিম ও মিষ্টি মজুদ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপণন আইন ২০১৮ এর দুটি ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড করেন। একই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ সকল পণ্য বাজারজাত করতে লিখিত অঙ্গীকারনামা রাখেন এবং কৃষি বিপণন কর্মকর্তাকে মনিটরিং করে বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। একই সময়ে উক্ত কোল্ড স্টোরেজে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি সংরক্ষণ করায় বিষয়টি ভোক্তা অধিকার বিরোধী কাজ হিসেবে আমলে নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃক অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে চার মিষ্টি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লালমাই স্যানিটারি ইন্সপেক্টর মনজুর হোসেন, সদর স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। অভিযানে লালমাই উপজেলা প্রশাসন সার্বিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।