1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে : কুমিল্লা জেলা প্রশাসক - Dainik Cumilla
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় খুন ও ডাকাতিসহ ৫ মামলার আসামির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত : সারজিস লাকসামে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করলো স্বেচ্ছাসেবকদল নেতা চৌদ্দগ্রামের বদরপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত নাঙ্গলকোটে আনোয়ার ভূঁইয়া ফুটবল একাডেমির ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা মহাসড়কে বিভিন্ন খাবারের হোটেলে যৌথ বাহিনীর অভিযান নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মীলনী কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে : কুমিল্লা জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

 

নেকবর হোসেন:

কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান বলেছেন, সর্বজনীন পেনশন স্কীম বাংলাদেশের সব শ্রেণী পেশা মানুষের ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে। টেকসই ভবিষ্যত, আর্থ-সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে সর্বজনীন চারটি স্কিম চালু করা হয়েছে। এই পেনশন স্কিম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।

জেলা প্রশাসক আরও বলেন, মানুষের জীবনে কর্মক্ষমতার একটি বয়স থাকে, যখন ওই বয়সে পরিশ্রম, রোজগার করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সর্বজনীন পেনশন স্কীম করলে কাউকে আর আর্থিক টানাপোড়ানে থাকতে হবে না। সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সাংবাদিক সহ সকল স্তরের জনগণকে সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবার আহবান জানাচ্ছি।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা জেলা তথ্য অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব তুলে ধরে বলেন, সকল নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে এটি সরকারের একটি মহতী উদ্যোগ। এই উদ্যোগ কেবল দেশে বসবাসকারিদে ক্ষেত্রেই নয়, এটি প্রবাসীদের জন্য একটি আর্থিক সুরক্ষার রক্ষাকবচও বটে।

বক্তব্যে তিনি সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে গণমাধ্যমের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনার আগে জেলা সিনিয়র তথ্য অফিসার নাসির উদ্দিন সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD