1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে : কুমিল্লা জেলা প্রশাসক - Dainik Cumilla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে সাবেক এমপি কর্নেল আজিম স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মুরাদনগরে যৌন হয়রানির ভিডিও ধারণ ঘটনায় ৪ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর কুমিল্লায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা টিকটকে চোরাই স্বর্ণ পরে স্ত্রীর অভিনয়: স্বামী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ৭৫০ কৃষক পেল আমন প্রণোদনা যানজট নিরসনে মানবিক কুমিল্লার স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু

সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে : কুমিল্লা জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

 

নেকবর হোসেন:

কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান বলেছেন, সর্বজনীন পেনশন স্কীম বাংলাদেশের সব শ্রেণী পেশা মানুষের ভবিষ্যত জীবনে আর্থিক সুরক্ষা দিবে। টেকসই ভবিষ্যত, আর্থ-সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে সর্বজনীন চারটি স্কিম চালু করা হয়েছে। এই পেনশন স্কিম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।

জেলা প্রশাসক আরও বলেন, মানুষের জীবনে কর্মক্ষমতার একটি বয়স থাকে, যখন ওই বয়সে পরিশ্রম, রোজগার করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সর্বজনীন পেনশন স্কীম করলে কাউকে আর আর্থিক টানাপোড়ানে থাকতে হবে না। সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সাংবাদিক সহ সকল স্তরের জনগণকে সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবার আহবান জানাচ্ছি।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা জেলা তথ্য অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব তুলে ধরে বলেন, সকল নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে এটি সরকারের একটি মহতী উদ্যোগ। এই উদ্যোগ কেবল দেশে বসবাসকারিদে ক্ষেত্রেই নয়, এটি প্রবাসীদের জন্য একটি আর্থিক সুরক্ষার রক্ষাকবচও বটে।

বক্তব্যে তিনি সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে গণমাধ্যমের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনার আগে জেলা সিনিয়র তথ্য অফিসার নাসির উদ্দিন সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD