1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ড্রোনের সাহায্যে সড়কে নজরদারি করা হবে - শাহাবুদ্দিন খান - Dainik Cumilla
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেলায় গ্রাম আদালতের সক্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে :জেলা প্রশাসক ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা আব্দুর রহিম অপুর মায়ের ইন্তেকাল ‎ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দাউদকান্দির রহমত আলী পেলেন মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট লাকসামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ড্রোনের সাহায্যে সড়কে নজরদারি করা হবে – শাহাবুদ্দিন খান

  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

দেশের লাইফ লাইন খ্যাত ডাকা – চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, বিগত যেকোনো বছরের চেয়ে এবারের ঈদ যাত্রা অনেক বেশী নিরাপদ,যানজট মুক্ত ও স্বাচ্ছন্দ্যময় হবে। পবিত্র ঈদুল ফিতরের আগে, ঈদের দিন ও ঈদের পরে , এই তিন দিন ৩ স্তরের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এছাড়াও, আমরা প্রযুক্তিগতভাবেও এবার সড়ক পরিদর্শন করছি, ড্রোনের সাহায্যে সড়কে নজরদারি করছি।

রবিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আলেখারচর বিশ্বরোড এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব বলেন ।

এসময় অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান আরো বলেন, জনগণের ঈদ যাত্রাকে নিরাপদ করতে আমারা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে, এর পাশাপাশি আমাদেরকে জনপ্রতিনিধিদের সহযোগিতাও প্রয়োজন। আবার, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো পিকাপ বা খোলা ট্রাকে উঠপ কেউ যাতে বাড়ি না যান এমন ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রাকে আমরা কখনো সমর্থন করি না।
এছাড়াও, যেকোনো দূর্ঘটনা ঘটলে আমাদের পেট্রোল টিম দ্রুত ব্যবস্থা নিবে। ঈদের পরে দূর্ঘটনা বেড়ে যায় তাই আমরা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতেও বিশেষ ব্যবস্থা নিয়েছি। আর মহাসড়কে স্পীড গান ও স্পীডোমিটার রয়েছে। মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঈদ পালন করতে পারে এটাই আমাদের প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসময়, যানজট প্রসঙ্গে তিনি বলেন, এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের মাত্রা অনেকাংশে কমে এসেছে। এমনকি যানজট নেই বললেই চলে। যানজট নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশ কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল ইসলাম, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম বার , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল( ওসি) বাহার মজুমদার, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, মিয়ার বাজার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) এস এম লোকমান হোসেন,কুমিল্লা কোতওয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD