স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হওয়ার পর ফলাফল সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে বেসরকারি ভাবে চুরান্ত ঘোষণা করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। ঘোষিত ফলাফলে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতিকের মেয়র প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা বিজয়ী হয়েছেন। কুমিল্লা নগরবাসী এই প্রথম নারীকে মেয়র হিসেবে পেয়েছেন।
২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রের মধ্যে সবকটি ফলাফলে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন
৪৮৮৯০ভোট।
এছাড়া ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পান ২৬৮৯৭ ভোট, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পান ১৩১৫৫
ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম ৫১৭৩ ভোট পেয়েছেন।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডা. তাহসিন বাহার সূচনা বলেন,এ বিজয় নগরবাসীর বিজয়। কুমিল্লার মানুষ আমার বিগত দিনের কর্মকান্ডকে মূল্যায়ন করে আমাকে বিজয়ী করেছেন। এ বিজয় স্বাধীনতা স্বপক্ষের শক্তির বিজয়।
রবিবার( ১০ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ের অডিটোরিয়ামে সরকারি ভাবে ফলাফল ঘোষণা করবেন।