1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীকে নিরাপত্তা বেষ্ঠনীতে আনার দাবী -ঘোড়া প্রতীকের প্রার্থীর - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর মিশুক চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন; ঘাতক রিফাত আটক নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর লাশ উদ্ধার কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিক্টোরিয়া সরকারি কলেজ অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা-জরিমানা চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু সন্ত্রাসীদের দ্বারা নয় বছর ধরে নির্যাতনের শিকার মওদুদ আবদুল্লাহ শুভ্র তারেক জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ কুবিতে ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি বৃত্তি বিতরণ ২০ জুলাই

কুমিল্লা নগরীকে নিরাপত্তা বেষ্ঠনীতে আনার দাবী -ঘোড়া প্রতীকের প্রার্থীর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার (৭ মার্চ) এ অভিযোগ করেন মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিনের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জসীম উদ্দিন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন নির্বাচনী এজেন্ট।

চিঠিতে নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জসীম উদ্দিন, বুধবার (৬ মার্চ) রাতে সদর দক্ষিণ থানাধীন ১৯নম্বর ওয়ার্ডের রাজাপাড়া উত্তর চৌমুহনী এলাকায় বাস প্রতীকের কর্মীরা আমার কর্মী আনোয়ার হোসেনের ওপর হামলা করে। পরবর্তীতে আমার অন্যান্য কর্মীরা গনসংযোগ করতে গেলে পুনরায় হামলা করে। আতঙ্কক ছড়ানোর উদ্দ্যেশে ককটেল বিস্ফোরণ করে। রাতে বাস মার্কার সন্ত্রাসীরা তাদের নিজেদের কার্যালয় ভাংচুর করে আমাদের কর্মীদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দায়ের করেন। ঘটনার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বৃহস্পতিবার (৭মার্চ) বেলা ১১টায় ২৬নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকায় আমাদের পারিবারিক সদস্যদরা গণসংযোগ করতে গেলে বাস সমর্থিত বহিরাগত সমর্থকরা তাদের উপর হামলা ও মারধর করে।

তিনি ওই চিঠিতে আরও লিখেন, নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে বাসে হামলা, ভয়ভীতি, ককটেল বিস্ফোরন করে আতংক সৃষ্টি করছে। তা আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছি। নির্বাচনকে সুষ্ঠু করতে এ মুহুর্ত থেকে শুধুমাত্র ১০৫টি কেন্দ্রে নয় পুরো কুমিল্লা নগরীকে নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় আনার জোড় দাবী জানাচ্ছি।

নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমি হামলার ঘটনায় অভিযোগ করেছি। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ চিঠি পৌঁছানো হয়েছে। আশা করি তিনি ব্যবস্থা নেবেন।
এবিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনকে একাধিকবার কল ও পরে মেসেজ দিলেও তিনি কোন প্রতিউত্তর দেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD