1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বাসীর জন্য আগামীদিনেও কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ ডা. তাহসীন বাহার - Dainik Cumilla
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়ার যুবকের ব্রাহ্মণপাড়ায় ভারতীয় অবৈধ আতশ বাজী জব্দ  কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অভিযান চৌদ্দগ্রামে কানাইল খাল খনন ও বৃক্ষরোপনের ফলে সুবিধা পাবে স্থানীয় হাজার হাজার কৃষক দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল জুলাই আন্দোলনে শহিদরাও মুক্তিযোদ্ধা: কুমিল্লায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রাহ্মণপাড়া ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার ভণ্ড কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার চৌদ্দগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী কন্ঠশিল্পী জাহাঙ্গীরের সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও পরিবারের মঝে নগদ অর্থ হস্তান্তর

কুমিল্লা বাসীর জন্য আগামীদিনেও কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ ডা. তাহসীন বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: তাহসীন বাহার সূচী বলেছেন, কুমিল্লাবাসীর জন্য আগামীদিনেও কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি মানুষের জন্য ভালো কাজ করেছি, সুখে -দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি মানুষের মনে আছি। কখনো সংগঠনের হয়ে তাদের সাথে গিয়েছি।কখনো সামাজিক সংগঠনের মাধ্যমে গিয়েছি । কুমিল্লা নগরবাসী তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত গড়তে আমার আমার শিক্ষা, মেধা যোগ্যতা ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে বাস প্রতীকের ভোট দিবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,আমার বাবা তরুন বয়সে মাত্র ৩১ বছর বয়সে কুমিল্লা পৌর সভায় দায়িত্ব নিয়ে যেভাবে দরজা খোলা রেখে কাজ করেছেন। আমিও সেভাবে দরজা খোলা রেখে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। বাবার অনেক স্বপ্ন রয়েছে এ সিটি করপোরেশন কে নিয়ে। বাবার স্বপ্ন পূরণে কাজ করব। কুমিল্লাকে একটি পরিকল্পিত স্মার্ট নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। বুধবার ( ৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের অশোকতলা ও ৯ নং ওয়ার্ডে বাগিচাগাও এলাকার বিভিন্ন স্থানে গণ সংযোগ করেন ও পথসভায় ডা. তাহসীন বাহার সূচী এসব কথা বলেন।
এ সময় সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাউন্সিলর জমীর উদ্দিন খান জম্পি, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো:শাহআলম খান সহ ওয়ার্ড আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা।
প্রবাসীদের জনসংযোগ অব্যাহত : কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের প্রার্থীকে সর্মথন করে প্রবাসী আওয়ামীলীগ পরিবারের সৌদি আরব, লন্ডন ও ইতালি, সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকে আগত দুই শতাধিক প্রবাসী মীর মোতালেব লিটন ও আনিসুর রহমানের নেতৃত্বে ১০ টি টিমে ভাগ হয়ে নগরীতে গতকাল বুধবারও ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এছাড়াও গতকাল বুধবার বাস প্রতীকের সমর্থনে কুমিল্লা নগরীতে ১২ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার, আয়মন বাহার সোনালি সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া মঙ্গলবার নগরীতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিয়ে দেড়শ টিম নগরীর ২৭ ওয়ার্ডে বাস প্রতীকের প্রচারণা চালিয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD